নিজস্ব প্রতিবেদক: আগের দিনের বড় পতনের ধাক্কার পর আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা ফিরে এসেছে। বিশেষত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারদরের উত্থান আজ বাজারকে সবুজে ফেরাতে মূল ভূমিকা রেখেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ ৬.৩৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৪.৭১ পয়েন্টে অবস্থান করছে। তবে খেয়াল করার বিষয়, শুধুমাত্র ইসলামী ব্যাংকেই সূচকে যোগ হয়েছে ১০.৫৮ পয়েন্ট। অর্থাৎ, ব্যাংকটির উত্থান না থাকলে আজও সূচক ঋণাত্মক অবস্থায় থাকতে পারত। লেনদেনের পরিসংখ্যান অনুযায়ী, ইসলামী ব্যাংকের শেয়ার দর আজ বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৪.৩৮ শতাংশ। এককভাবে এই বৃদ্ধিই বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফেরানোর ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছে। আজ ডিএসইতে মোট ৪০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১১৭টির দর বেড়েছে, ১৯৯টির দর কমেছে...