নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শর্তসাপেক্ষে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন ও উভয় কক্ষে পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি জানিয়েছে। এসব দাবিতে ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশসহ দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। ডা. তাহের বলেন, “আমরা কখনও বলিনি নির্বাচনে অংশ নেব না। তবে নির্বাচনের আগে জনগণের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া জরুরি। একতরফা রোডম্যাপ নয়, কালো টাকা ও পেশিশক্তি ঠেকাতে পিআর পদ্ধতি চালু করতে হবে।” তিনি আরও বলেন, “নির্বাচনে কোনো অনিশ্চয়তা...