নিজস্ব প্রতিবেদক: উত্থান-পতনের দোলাচলের পর আজ ১৫ সেপ্টেম্বর দেশের শেয়ারবাজার আবারও ইতিবাচক সাড়া দিয়েছে। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৬ পয়েন্টের বেশি। ব্যাংক খাতের শক্ত অবস্থান সূচককে সবুজে রাখতে মূল ভূমিকা রেখেখে। আগের সপ্তাহে টানা তিন কর্মদিবসে ডিএসইর সূচক ১৬৩ পয়েন্ট পড়ে যায়, যা বিনিয়োগকারীদের মাঝে হতাশা ছড়িয়ে দেয়। নতুন সপ্তাহের প্রথম দিন রোববার সূচক ঘুরে দাঁড়িয়ে ৫০ পয়েন্ট বেড়ে আশার বার্তা দিলেও, সোমবার আবারও ৫৫ পয়েন্টের বেশি সূচক পড়ে যায়। তবে আজ সোমবার সূচকের ইতিবাচকতা বিনিয়োগকারীদের আস্থায় নতুন মাত্রা যোগ করেছে। ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৭০৬ কোটি ৩২ লাখ টাকার, যা আগের দিনের ৭৩২ কোটি টাকার চেয়ে কিছুটা কম। বাজারে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ ১১৭টির প্রতিষ্ঠানের দাম বেড়েছে, ১৯৯টির দাম কমেছে...