পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে লাঠিসোটা ও দেশি অস্ত্র নিয়ে ভাঙ্গা সদর বাজার এলাকায় জড়ো হতে থাকেন হাজার হাজার বিক্ষুব্ধ জনতা। এরপর তারা থানায় হামলা চালিয়ে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করেন, পাশাপাশি উপজেলা কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিসেও অগ্নিসংযোগ করেন। ফরিদপুর-৪ নির্বাচনী আসন ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল। আর ফরিদপুর-২ আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী ভাঙার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদেই অবরোধ ও বিক্ষোভ করছেন স্থানীয় বাসিন্দারা। সংসদীয় আসন পুনর্বিন্যাসের এই আন্দোলন পুরো ভাঙ্গা উপজেলাজুড়ে ছড়িয়ে পড়েছে। এতোদিন এ উপজেলার আলগী ও হামিরদীবাসী আন্দোলন করলেও সোমবার অন্যান্য ইউনিয়নের মানুষরাও এতে যোগ দেন। স্থানীয়রা বলছেন, ভাঙ্গার এই দুটি ইউনিয়ন ভৌগলিক দিক...