দিল্লির মুখ্যমন্ত্রীর অনুরোধ ছিল, মা দুর্গার পায়ের কাছে মোদীর ছবি রাখতে হবে। মানতে পারছে না অধিকাংশ পুজো কমিটি। দিল্লির বাঙালিপ্রধান এলাকা চিত্তরঞ্জন পার্কসহ রাজধানীর বিভিন্ন জায়গায় পুজো কমিটিগুলো জানিয়েছে, তারা প্রধানমন্ত্রীর ছবি এভাবে রাখতে পারবেন না। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দিন কয়েক আগে দিল্লির দুর্গাপুজো কমিটিগুলোকে নিয়ে একটা বৈঠকে বলেছিলেন, ''১৭ সেপ্টেম্বর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন। আমি চাই যে এবার দিল্লিতে তার জন্মদিন সেবা প্রখণ্ড রূপে মানানো হোক। ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত কোনো নো কোনো সেবামূলক কর্মসূচি নেওয়া হোক। দুর্গাপুজোর প্যান্ডেলেও আপনারা দিনের বেলা কোনো কর্মসূচি পালন করুন। আদরনীয় প্রধানমন্ত্রীজির লম্বা আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে অবশ্যই তার ছবি মা দুর্গার পায়ের কাছে রেখে দেবেন। তিনি যাতে দেবীর আশীর্বাদ পান তা নিশ্চিত করবেন।'' দিল্লিতে এর আগে কোনো...