নেতাকর্মীরা জানান, শিক্ষার্থীরা এ আয়োজনকে পজিটিভলি নিচ্ছে। তাদের থেকে আমরা ভালো সাড়া পাওয়া যাচ্ছে। ইতোমধ্যেই এই দাবির সাথে একত্বতা পোষণ করে ১০০ জনের বেশি শিক্ষার্থী ভোট দিয়েছে বলে জানান তারা। তাদের এই ভোট গ্রহণ আগামী ২ সপ্তাহ চলবে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রেহমান রাহাত বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী মানুষের প্রত্যাশা গণতান্ত্রিক রাষ্ট্র। সে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো ছাত্রসংসদ নির্বাচন। গত ১৭ বছর ছাত্রলীগ চাঁদাবাজি ও টেন্ডারবাজীর মাধ্যমে ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসী কার্যক্রমের অভয়ারণ্যে পরিণত করেছিল। সাধারণ শিক্ষার্থীদের এই পরিবেশ থেকে মুক্তির আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র উপায় ছাত্রসংসদ নির্বাচন। ছাত্রসংসদ নিয়ে শাসকগোষ্ঠীর অবস্থানের বিষয়ে রাহাত বলেন, শাসকগোষ্ঠী ছাত্র সংসদ নির্বাচনের পথে হাটে না। তাদের কাছে ছাত্র সংসদ একটি আতঙ্কের নাম। কারণ তাদের যে দখলদারিতে রাজনীতি ছাত্র সংসদের...