১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম খুলনার কয়রায় প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা ও শিকারের ফাঁদসহ এক শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাতে কয়রা থানাধীন ছোট অংটিহারা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটকৃত হরিণ শিকারী কয়রা উপজেলার আংটিহারা গ্রামের মৃত সাত্তার আলী গাজীর ছেলে মিজানুর রহমান। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি বিশেষ দল রাত ১টার দিকে অভিযান চালায়। এ সময় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং প্রায় ৩০০ মিটার দীর্ঘ শিকারের ফাঁদ উদ্ধারসহ একজন হরিণ শিকারিকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস, মাথা, ফাঁদ ও আটককৃত শিকারিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আন্দারমানিক ফরেস্ট অফিসের...