উদ্ধার নারীরা হলেন, কেন্দুয়া পৌরসভার কমলপুর গ্রামের আলফা আক্তার (১৮), একই উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গ্গগডা গ্রামের মহর উদ্দিনের মেয়ে লিজা আক্তার (২০) ও জামালপুরের মেলান্দহ থানার মৃত বছির উদ্দিনের মেয়ে বৃষ্টি আক্তার (১৭)। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে জেলার কেন্দুয়ার সল্পকমলপুর গ্রামের রুবেল মিয়ার বাড়িতে একটি প্রাইভেটকারে করে একজন চীনা নাগরিকসহ দুজন স্থানীয় বাসিন্দা রুবেল মিয়ার গ্রামেন্টসকর্মী কন্যা ও তার খালাতো বোন এবং তার বান্ধবী জামালপুরের এক কিশোরীকে নিয়ে আসেন। পরিবারের লোকজনের কাছ থেকে বিদায় নিতে ওই নারীরা চীন চলে যাওয়ার উদ্দেশ্যে বাড়িতে আসে। এখান থেকে রাতে ঢাকা চলে যাবে বলে পরিবারের লোকজনকে জানায়। ঢাকা গিয়ে পরে তারা কয়েকদিনের মধ্যেই চীন চলে যাবে বলেও জানায়। চীনা নাগরিকের সঙ্গে রুবেল মিয়া কন্যার বিয়ে হয়েছে বলে জানতে পেরে পরিবার ও...