আসন্ন শারদীয় দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা সারা দেশে শান্তিপূর্ণভাবে আনন্দমুখর পরিবেশে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ। শনিবার রাজধানীর পুরানা পল্টনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে যুব ঐক্য পরিষদের এক বর্ধিত সভায় এই আলোচনা হয়। গতকাল রোববার রাতে যুব ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক সুজিত ঘোষ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সভায় প্রধান অতিথি হিসেবে ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক এবং বিশেষ অতিথি হিসেবে পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মিলন কান্তি দত্ত ও সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বক্তব্য দেন।সভায় সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডকে শক্তিশালী করা এবং শারদীয় দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা সারা দেশে শান্তিপূর্ণভাবে আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।...