নেপালে আন্দোলন থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় শত শত সরকারি ভবন পুড়িয়ে দেওয়া ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় প্রশাসনগুলো এখন ন্যূনতম সেবা দিতেও হিমশিম খাচ্ছে। জেলা প্রশাসন থেকে শুরু করে কাস্টমস অফিসের কর্মকর্তারা অনেক জায়গায় অস্থায়ী তাঁবুতে ধার করা ল্যাপটপ ও সাময়িক বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে কোনও রকম সেবাপ্রদান শুরু করেছেন। আগুনে পুড়ে গেছে কৈলালি জেলার তিনটি প্রশাসনিক ভবন। এর মধ্যেই সেবা দেওয়ার চেষ্টা করছেন কর্মকর্তারা। সেখানকার সহকারী প্রধান জেলা প্রশাসক কিরণ জোশী বলেন, কয়েকটি কম্পিউটার চালু করার জন্য নিকটবর্তী বাসাবাড়ি থেকে বিদ্যুতের তার টেনে আনা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) ধ্বংসস্তূপ পরিষ্কার করে কয়েকটি নাগরিকত্ব সনদ বিতরণ করা গেছে। এটা স্বাভাবিক অবস্থা নয়, তবে আমরা চেষ্টা চালাচ্ছি। নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভে পার্লামেন্টের সামনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের গুলিতে ১৯ জন প্রাণ হারায়।...