নিজস্ব প্রতিবেদক :জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধসহ ৫ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। কর্মসূচির আওতায় আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল ছাড়াও ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও এর অর্জন ব্যর্থ হবে। এছাড়া এর ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজন না করা হলে ফ্যাসিবাদ ফিরে আসবে। জামায়াতের এই নায়েবে আমির বলেন, শুরু থেকেই পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ এসব দাবি জানিয়ে আসলেও সরকার তাতে কর্ণপাত...