ভয়ঙ্কর এক অভিজ্ঞতার সম্মুখিন হলেন বলিউড অভিনেত্রী সোহা আলি খান। ইতালিতে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে পতৌদি কন্যার সঙ্গে। তিনি জানান, বিষয়টি এতটাই সংবেদনশীল ছিলো, যেন রীতিমতো তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। সম্প্রতি একটি পডকাস্টে এসে সেই অভিজ্ঞতা জানান সোহা। সেখানেই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কখনও তাকে প্রকাশ্যে ‘ফ্ল্যাশ’ করা হয়েছে কি না। উত্তরে সোহা জানিয়েছেন, প্রকাশ্যে তাকে অশ্লীল অঙ্গভঙ্গি দেখানো হয়েছিল। বলেন, ‘এটা ঘটেছিল ইতালিতে। স্পষ্টতই, এটি প্রায়ই ঘটে; আর সেটি ঘটেছিল প্রকাশ্যে দিনে-দুপুরেই।’ এ ঘটনায় একরকম বাকরুদ্ধও হয়ে পড়েন অভিনেত্রী। বলেন, ‘আমি তখন ঠিক বুঝতে পারছিলাম না কি হলো এটা! তাদের উদ্দেশ্য কী, আমি আর বুঝতেও চাইনি।’ সোহা...