প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গাইবান্ধা পৌর শহরে ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে ৩৭০০ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে। তবে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫০০। এর মধ্যে ছয়টি বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা সন্তোষজনক হলেও বাকিগুলোতে কাঙ্ক্ষিত পরিমাণ শিক্ষার্থী নেই। তবে শিক্ষার্থী সংকট থাকলেও এসব প্রতিষ্ঠানে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক রয়েছেন বলে জানা গেছে। এদিকে ভিন্ন চিত্র দেখা গেছে বেসরকারি বিদ্যালয়গুলোতে। ব্যক্তি মালিকানাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শাহ্ আহম্মেদ উদ্দিন শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী সংখ্যা প্রায় ২১০০, জিইউকে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ শিশু শ্রেশি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৪০০ ও এসকেএস স্কুল অ্যান্ড কলেজে শিশু শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫২৬ জনের শিক্ষার্থী রয়েছে। বেসরকারি স্কুল সংশ্লিষ্টরা জানান, পৌর এলাকায় অন্তত ১২টি বেসরকারি বিদ্যালয়...