এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ ‘এ’ এর ম্যাচে পাকিস্তানকে হারালেও ম্যাচ-পরবর্তী আচরণে বিতর্কে জড়িয়েছে ভারতীয় দল। রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সূর্যকুমার যাদবের ছক্কায় জয় নিশ্চিত করার পর ভারতীয় ক্রিকেটাররা সরাসরি মাঠ ছাড়েন, পাকিস্তানিদের সঙ্গে কোনো করমর্দন ছাড়াই।এমনকি টসের সময়ও দুই অধিনায়ক হাত মেলাননি। ম্যাচ শেষে পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন জানান, তাদের পক্ষ থেকে হাত মেলানোর উদ্যোগ থাকলেও ভারতীয়রা তা এড়িয়ে যায়। এতে হতাশা প্রকাশ করেন তিনি। এবার ভারতের এই পদক্ষেপ নিয়ে সরাসরি কটাক্ষ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। পাকিস্তানের এক টিভি আলোচনায় তিনি বলেন, ‘এটা এশিয়া কাপ। সামনে যদি বিশ্বকাপে এমন ঘটনা ঘটে, তখন কী করবেন? আইসিসি প্রধান জয় শাহ তো ভারতীয়। ভেবে দেখার বিষয়। হাত না মিলিয়ে আপনি কি হিরো হবেন? না, যারা ক্রিকেট বোঝে, লেখে, বিশ্লেষণ...