বেশ কয়েক বছর ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরেফিরে আলোচনার বিষয় হয়ে উঠছিল পাকিস্তানের সাত্তার বকস ক্যাফে। যুক্তরাষ্ট্রভিত্তিক কফির বিখ্যাত বহুজাতিক ব্র্যান্ড স্টারবাকসের নাম ও লোগোর সঙ্গে মিল আছে বলেই এত আলোচনা। স্টারবাকসের পুরোনো সবুজ রঙের লোগোর মধ্যে দেখা যায় এক জলপরিকে, আর সাত্তার বকসের সবুজ লোগোয় দেখা যায় গোঁফওয়ালা এক ব্যক্তিকে। স্টারবাকসের নাম ও নকশার সঙ্গে এই অদ্ভুত মিল সাত্তার বকসকে দিয়েছে বিশ্বব্যাপী পরিচিতি। আর তাই স্টারবাকস মামলা ঠুকে দিয়েছিল। তবে শেষমেশ আইনি লড়াইয়ে জিতে গেল করাচির ক্যাফে সাত্তার বকস! ২০১৩ সালে পাকিস্তানি উদ্যোক্তা রিজওয়ান আহমেদ ও আদনান ইউসুফ চালু করেন ক্যাফে সাত্তার বকস। শুরু থেকেই সাত্তার বকসের নাম ও লোগোর সঙ্গে স্টারবাকসের সাদৃশ্য নজর কাড়ে নেটিজেনদের। তবে সাত্তার বকসের প্রতিষ্ঠাতারা শুরু থেকেই দাবি করে এসেছেন, এটি স্টারবাকসের অনুকরণ নয়। তাঁরা...