সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ সরকারি কলেজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে দুদক সমন্বিত জেলা কার্যালয় পাবনার সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে একটি দল কলেজ ক্যাম্পাসে গিয়ে অফিস নথি পর্যালোচনা, কর্মকর্তাদের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন নথি জব্দ করে। কলেজ সূত্র জানায়, পরিবহন খাত, শিক্ষার্থী কল্যাণ তহবিল, খাদ্য বাবদ অতিরিক্ত ব্যয়সহ নানা খাতে দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ রয়েছে। বিশেষ করে হাইস গাড়ির নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় হলেও কলেজে কোনো গাড়ি নেই—এমন তথ্য দুদকের নজরে আসে। এ ছাড়া শিক্ষক-কর্মচারী নিয়োগ, পদোন্নতি, সরকারি বরাদ্দের অপব্যবহার এবং শিক্ষার্থী ফি নিয়েও অনুসন্ধান চলছে। দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে...