১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম গাজায় ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞে ইসরায়েল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করছে। মিডল ইস্ট আই-এর অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্ত্র ভারতের আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস ও ইসরায়েল ওয়েপন ইন্ডাস্ট্রিজ যৌথভাবে তৈরি করেছে। মানবাধিকার ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের প্রযুক্তি সাধারণ মানুষের উপর ভয়াবহ প্রভাব ফেলছে এবং প্রাণহানির সংখ্যা বাড়াচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ‘আরবেল’ নামের নতুন এআই-চালিত অস্ত্র ব্যবস্থার ব্যবহার শুরু হয়। ২০২৪ সালের ২০ নভেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, এ প্রযুক্তি ভয়াবহ অভিযানে ব্যবহৃত হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষক ও সংবাদমাধ্যম বলছে, এটি টাভোর, কারমেল ও নেগেভ স্বয়ংক্রিয় অস্ত্রকে এমন এক সিস্টেমে রূপান্তরিত করে, যেখানে অ্যালগরিদমের মাধ্যমে লক্ষ্যভেদ আরও নির্ভুল ও কার্যকর হয়। গত...