শারদীয় দুর্গাপূজা মানেই রঙিন সাজ, উৎসবের আনন্দ আর ভিন্ন আভিজাত্য। এ সময় শাড়ি, গয়না, মেকআপের সঙ্গে চুলেও ফুটে উঠতে পারে শোভা। সেই শোভা এনে দেয় ফুল। চুলের খোঁপায় বা খোলা চুলের গুচ্ছে সাদা গাঁদা, রজনীগন্ধা কিংবা লাল-সাদা গোলাপ যেন সাজকে করে তোলে পূর্ণ। বাংলা নারীর সৌন্দর্যে ফুলের ব্যবহার নতুন কিছু নয়। প্রাচীনকাল থেকেই বিয়ের মঞ্চে, পূজার আসরে বা যেকোনো শুভ অনুষ্ঠানে নারীর সাজে ফুলের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে শারদীয় পূজায় রজনীগন্ধা, টগর, শিউলি কিংবা গাঁদার মালা চুলে গুঁজে নেওয়ার রীতি অনেক পুরোনো। শাড়ির সঙ্গে যদি হয় খোঁপা বাঁধা চুল, তবে তাতে রজনীগন্ধার মালা জুড়ে দিলে মিলবে রাজকীয় আভিজাত্য। খোঁপা ছোট হলে গোলাপ বা গাঁদার মতো একক ফুলও মানিয়ে যাবে। মন্দিরে পূজা দিতে যাওয়া হোক বা সন্ধ্যার অঞ্জলি, খোঁপায় ফুল হয়ে...