ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আবারও ভক্তদের মন জয় করলেন এক ভিন্ন আয়োজনে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়ে পেয়েছেন ‘ঢালিউড কুইন’ খেতাব। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সমান সরব তিনি। সম্প্রতি এক রিল ভিডিওতে ব্রাইডাল লুকে হাজির হয়ে সাড়া ফেলেছেন অপু। কানে দুল, খোঁপায় সাদা ফুল আর চুমকি কাজ করা পোশাকে তাঁকে দেখে নেটিজেনরা মুগ্ধ। ভিডিওর ক্যাপশনে লিখেছেন তিনি, ‘রানিরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে।’ নায়িকার এই বক্তব্য ঘিরে মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা। তাঁর ভক্তরা বিষয়টিকে ‘ঢালিউড কুইনের’ মন্তব্য হিসেবেই ভাবতে পছন্দ করছেন। অন্যদিকে, অভিনয়ের বাইরে মাতৃত্ব নিয়েও ব্যস্ত সময় পার করছেন অপু। অনেক দিন ধরেই ছেলেকে বিদেশে পড়াশোনা করানোর পরিকল্পনার কথা শোনা যাচ্ছিল। এবার...