মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ইসরায়েলের হামলার ঘটনাকে কেন্দ্র করে আরব নেতাদের নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। ইসরায়েলের নজিরবিহীন হামলার প্রায় এক সপ্তাহ পর কাতারের প্রতি সংহতির বার্তা দিতে সোমবার রাজধানী দোহায় একত্র হচ্ছেন আরব ও মুসলিম দেশের নেতারা। খবর এএফপির। আরব লীগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) এই যৌথ জরুরি সম্মেলনের লক্ষ্য ইসরায়েলের ওপর চাপ বাড়ানো, যেন গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের অবসান ঘটে। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, দোহায় অভিজাত এলাকায় গত সপ্তাহে চালানো ইসরায়েলি বিমান হামলায় তাদের শীর্ষ নেতারা বেঁচে গেছেন। ওই হামলায় ছয়জন নিহত হন, যা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর নিন্দা জানান। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি প্রস্তুতিমূলক বৈঠকে বলেন, এখন সময় এসেছে আন্তর্জাতিক...