ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে আন্দোলনকারীরা উপজেলা অফিস, থানা ও সরকারি যানবাহনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। সোমবার দুপুর ১টার দিকে ভাঙ্গা উপজেলার ভাঙ্গা উপজেলা পরিষদে এবং থানায় হামলার ঘটনা ঘটে। আন্দোলনকারীরা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ভেঙে চুরমার করে এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় থানায় হামলা চালিয়ে পুলিশের অন্তত তিনটি গাড়ি, মোটরসাইকেলসহ বেশ কয়েকটি যানবাহনও ভাঙচুর করা হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, সকাল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। হঠাৎ হাজার হাজার বিক্ষুব্ধ জনতা উপজেলা ও থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তিনি আরও জানান, বিস্তারিত তথ্য পরে জানানো হবে।জানা গেছে, আন্দোলনকারীরা উপজেলা অফিসার্স ক্লাবেও অগ্নিসংযোগ করেছে। দফায়-দফায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র...