শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ১৪ সেপ্টেম্বর সোমবার রাতে দু’টি গরু অবাধে ঘুরাফেরা করছে- এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল রাত থেকেই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। জানা যায়, গত কয়েক মাস ধরে শেরপুর জেলা সদর হাসপাতাল অযত্ন-অবহেলায় পড়ে আছে। চিকিৎসার মান থেকে শুরু করে সর্বত্র রয়েছে অবহেলা। প্রায় ১৬ লাখ মানুষের জন্য ২০১৮ সালের ২ নভেম্বর সদর হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও এখনো শূন্যপদে চিকিৎসক-নার্স নিয়োগ হয়নি। দালালদের দৌরাত্ম্য, যন্ত্রপাতি বিকল এবং কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালের তথ্য অনুযায়ী, চিকিৎসকের ৫৮ পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৩০ জন। এর মধ্যে সিনিয়র কনসালটেন্ট ১০টির মধ্যে ৯টি, জুনিয়র কনসালটেন্ট ১৩টির মধ্যে ৮টি, অ্যানেসথেটিস্ট ৩টির মধ্যে একটি, রেজিস্ট্রার ৯টির...