জেন জি-দের আপত্তি উপেক্ষা করেই নেপালের অন্তর্বর্তী সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নতুন তিন ব্যক্তি। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শীতল নিবাসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাদের শপথবাক্য পাঠ করান। এদিন নেপালের অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন রমেশ্বর খনাল; জ্বালানি মন্ত্রী হিসেবে শপথ নেন কুলমান ঘিসিং এবং স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী হিসেবে শপথ নেন ওম প্রকাশ আর্যাল। খবর দ্য কাঠমান্ডু পোস্টের। প্রতিবেদন অনুযায়ী, শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট পৌডেল, ভাইস-প্রেসিডেন্ট রামসহায় প্রসাদ যাদব, জাতীয় পরিষদের চেয়ারম্যান নারায়ণ প্রসাদ দাহালসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। সাবেক প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরায়ও অনুষ্ঠানে যোগ দেন। এর আগে, রোববার (১৪ সেপ্টেম্বর) নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সুশীলা কার্কি। তিনি বলেছেন, এই অন্তর্বর্তী সময়ে মন্ত্রিসভাকে সর্বোচ্চ ১৫ জন সদস্যের মধ্যে সীমাবদ্ধ...