আজকাল বৈবাহিক সম্পর্ক যেন দ্রুত শুরু হয়, দ্রুত শেষ হয়। ঠিক সেই সময়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সহযাত্রী’ নাটকটি দেখাচ্ছে—দাম্পত্য জীবন মানে দায়িত্ব, বোঝাপড়া এবং সহনশীলতা। বিচ্ছেদের নয়, সম্পর্ক টিকিয়ে রাখাই মূল বার্তা। নাটকটি দেখার পর দর্শকরা বলছেন, এটি শুধু একটি গল্প নয়, বরং স্বামী-স্ত্রীর সম্পর্ক ও বোঝাপড়ার পাঠ। ডিভোর্স নয়, কিভাবে সম্পর্ক টিকিয়ে রাখা যায়, সেটাই শেখাচ্ছে ‘সহযাত্রী’। গল্পে দেখা যায় জয়-অবনী (জোভান-নিহা) নিজেদের পছন্দে বিয়ে করেন। কিন্তু ছোট ছোট ভুল এবং দুরত্বের কারণে তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেন। জয়-অবনীর মামা ডিভোর্স সেরেমোনি আয়োজন করেন, এবং সেই আয়োজনই গল্পে বাঁক এনে দেয়। শনিবার দুপুরে সিনেমাওয়ালার ইউটিউবে উন্মুক্ত হয়েছে নাটকটি। দু’দিনেই দুই মিলিয়নের বেশি দর্শক এটি দেখেছেন।...