১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম রাশিয়া সম্প্রতি ভারতের সঙ্গে তার দীর্ঘমেয়াদী সম্পর্কের প্রশংসা করেছে এবং সতর্ক করে জানিয়েছে, এই সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, ভারতকে তাদের সহযোগিতা অব্যাহত রাখার জন্য স্বাগত জানানো হচ্ছে। এই মন্তব্য আন্তর্জাতিক বাণিজ্য ও কৌশলগত প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১৫ সেপ্টেম্বর) আরটি-কে দেওয়া এক বিবৃতিতে বলেছে, “সত্যি বলতে, অন্য কিছু কল্পনা করাই কঠিন। রাশিয়া-ভারত সম্পর্ক স্থিরভাবে ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে। এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হওয়া অনিবার্য।” মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের রাশিয়ার সঙ্গে সম্পর্ক কেবল ঐতিহ্য ও বন্ধুত্বের প্রতিফলন নয়, বরং আন্তর্জাতিক বিষয়ে ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতিফলনও। রাশিয়া-ভারতের অংশীদারিত্বকে তারা ‘নির্ভরযোগ্য, পূর্বানুমানযোগ্য ও কৌশলগত’ হিসেবে বর্ণনা...