দুবাই, ২০২৫ – এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি মাঠের লড়াইয়ে শেষ হলেও মাঠের বাইরে জন্ম দিয়েছে নতুন বিতর্কের। ছক্কা মেরে ৭ উইকেটে দলের জয় নিশ্চিত করার পর সরাসরি ড্রেসিংরুমে চলে যান ভারত অধিনায়ক সুর্যকুমার যাদব এবং তার সতীর্থ শিবম দুবে। প্রথা মেনে তারা প্রতিপক্ষের সঙ্গে হ্যান্ডশেক করেননি। এমনকি ভারতীয় ড্রেসিংরুমের দরজাও বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে। কাশ্মীর হামলার ইস্যুতে সূর্যকুমারদের এই আচরণে ভারতীয় সমর্থকদের মধ্যে সমর্থন থাকলেও, পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা এটিকে ‘খেলাধুলার চেতনার পরিপন্থী’ বলে সমালোচনা করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, তারা ম্যাচ রেফারির কাছে ভারতীয় দলের আচরণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। প্রশ্ন উঠছে, আইসিসি কি ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে? বিশ্লেষকদের মতে, যদিও এশিয়া কাপ পরিচালনা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসসি), তবু ম্যাচগুলো...