নিজস্ব প্রতিবেদক: দেশের ৯টি জেলায় বন্যা পরিস্থিতির সম্ভাবনায় সতর্কবার্তা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ১৫ সেপ্টেম্বর (সোমবার) সংস্থাটি জানায়, গত ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে স্বল্পমেয়াদী বন্যা সৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারি, ফেনী ও চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।...