দেশের শীর্ষস্থানীয় পেভমেন্ট টাইলস ও পরিবেশবান্ধব কংক্রিট ব্লক প্রস্তুতকারক গ্রাসহপার বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড (জিবিএমএল) চট্টগ্রামের ভাটিয়ারিতে তাদের দ্বিতীয় উৎপাদন কারখানা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। নতুন কারখানার মাধ্যমে প্রতিষ্ঠানটি চট্টগ্রামের বৃহত্তম পেভমেন্ট টাইলস প্রস্তুতকারক হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। পাশাপাশি এটি একমাত্র ফেয়ার-ফেস কংক্রিট ব্লক উৎপাদনকারী কারখানা। আধুনিক প্রযুক্তি-সজ্জিত এই স্থাপনায় প্রতি ঘণ্টায় ১ হাজার বর্গফুট প্রিমিয়াম মানের পেভমেন্ট টাইলস এবং প্রতিদিন ১৬ হাজার ফেয়ার-ফেস কংক্রিট ব্লক উৎপাদনের সক্ষমতা রয়েছে। জিবিএমএল’র সকল পণ্য বুয়েট পরীক্ষিত, যা দৃঢ়তা, স্থায়িত্ব ও নান্দনিকতার ক্ষেত্রে দেশের শীর্ষ স্থপতিদের আস্থাভাজন। গ্রাসহপার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম. মাহমুদুর রশিদ বলেন, চট্টগ্রাম থেকে আমরা দীর্ঘদিন ধরে ব্যাপক চাহিদা পাচ্ছি। তবে সাভার থেকে সরবরাহ করা ব্যয়বহুল ও জটিল ছিল। এই নতুন কারখানার মাধ্যমে স্থানীয় বাজারে দ্রুত এবং কার্যকর সেবা দেওয়া সম্ভব...