জুলাই আন্দোলনের মিরপুর থানার হাদিস মিয়া হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর নিউ মার্কেট এলাকায় হাবিবুর রহমান হত্যাচেষ্টায় মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর হাকিম এম মিজবাহ উর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন অতিরিক্ত পিপি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। মিরপুর মডেল থানার এসআই হোসনে মোবারক গত ৯ সেপ্টেম্বর আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আর নিউ মার্কেট থানার মামলায় এসআই সিয়াম আহমেদ ৬ সেপ্টেম্বর পাভেলের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন সোমবার ঠিক করেছিলেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি নিয়ে আদালত থেকে আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ হয়। পাভেলের রিমান্ড আবেদন মঞ্জুরের পক্ষে শুনানি...