প্রযুক্তি অনুরাগীদের কাছে প্রতি বছরই অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম এক ধরনের অপেক্ষার প্রহর। সেই অপেক্ষারই অবসান হতে চলেছে, ডাউনলোড করা যাচ্ছে অ্যাপলের আইওএস ২৬ এবং আইপ্যাডওএস ২৬। প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, সোমবার থেকে আসা আপডেটে বেশ কিছু বড় পরিবর্তন রয়েছে। সবচেয়ে আলোচিত ফিচার ‘লিকুইড গ্লাস’, এটি অনেকটা পুরনো উইন্ডোজ ভিসতার ডিজাইনের মতো মনে হতে পারে। এ ছাড়া আরও নানা নতুন ফিচার যুক্ত হয়েছে যা এরইমধ্যে হাতে-কলমে পরীক্ষা করে দেখা গেছে। তবে খারাপ খবর হলো, এ বছর কিছু পুরনো আইফোন আর আইওএস ২৬-এর সুবিধা পাবে না। গত বছর যেখানে কোনো মডেল বাদ পড়েনি সেখানে এবার ২০১৮ সালে মুক্তি পাওয়া তিনটি আইফোন বাদ পড়ছে তালিকা থেকে। এগুলো হলো- আইফোন এক্সআর, আইফোন এক্সএস এবং আইফোন এক্সএস ম্যাক্স। অন্যদিকে, ২০১৯ বা পরবর্তী সময়ে ঘোষিত...