বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় টাঙ্গাইলে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় করা মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কান্দাপাড়া এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ। গ্রেপ্তার শাহ জনি শহরের আকুর টাকুর পাড়া এলাকার মো. ইসরাফিলের ছেলে। তিনি যুবলীগের শহর কমিটির যুগ্ম আহ্বায়ক। ওসি তানবীর আহম্মেদ বলেন, “গোপন খবর পেয়ে শাহ জনিকে যৌনপল্লী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়নি।” এর আগে গত বছরের ২ অক্টোবর একবার গ্রেপ্তার হয়েছিলেন জনি। পরে জামিনে মুক্তি লাভ করেন তিনি। পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ অগাস্ট বেলা ১১টায় শহরের বটতলায় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মিছিলে গুলির ঘটনা...