নেত্রকোনার কেন্দুয়া থানা পুলিশের সফল অভিযানে এক চীনা নাগরিকসহ দুইজনকে আটক এবং তিনজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন এই চক্রটি নারী পাচারের উদ্দেশে আন্তর্জাতিক বিয়ের নাটক সাজিয়েছিল বলে ধারণা করছে পুলিশ। গত ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কেন্দুয়া পৌরসভাস্থ কমলপুর গ্রামের গার্মেন্টস কর্মী আলফা আক্তারকে (১৮) বিয়ে করেন চীনা নাগরিক লি ওয়েই হাও (Li Wei Hao)। বিয়ের পর তিনি দাবি করেন, আগামী ২০ সেপ্টেম্বর তারিখে আলফাকে চীন নিয়ে যাবেন। এসময় তার পরিবারের সদস্যদের ১ লাখ টাকা দেওয়ার আশ্বাস দেন। পরিবারের সম্মতি নিতে ও আলফাকে "স্বামী" হিসেবে দেখাতে, লি ওয়েই হাও ১৪ সেপ্টেম্বর আলফার বাড়িতে যান। তার সঙ্গে ছিলেন এক বাংলাদেশি নাগরিক ফরিদুল ইসলাম (সন্দেহভাজন দালাল) এবং আরও দুই তরুণী। তাদের মধ্যে একজন, জামালপুর জেলার বৃষ্টি (১৭), দাবি করেন যে তারও এক...