এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ঘিরে চলছে বিতর্ক। শুধু ‘নো হ্যান্ডশেক নয়’, এবার সামনে এল আরও বিস্ফোরক দাবি। ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না জানিয়েছেন, ভারতীয় দলের কোনো ক্রিকেটারই পাকিস্তানের বিপক্ষে খেলতে চাননি। তবে বিসিসিআইয়ের সিদ্ধান্তে তাদের বাধ্য হয়ে মাঠে নামতে হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘স্পোর্টস তাক’-এর সঙ্গে আলাপচারিতায় রায়না বলেন, ‘একটা বিষয় আমি নিশ্চিতভাবে জানি, যদি খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, কেউই এশিয়া কাপে খেলতে চাইত না। তারা বাধ্য হয়েছে কারণ বিসিসিআই সম্মতি দিয়েছে। সূর্যকুমার ও তার সতীর্থরা যদি নিজেদের মতামত দিত, তারা স্পষ্ট ‘না’ বলত। কোনো খেলোয়াড়ই চাইনি। ’ পহেলগাঁও সন্ত্রাসী হামলা ও পরবর্তী অপারেশন ‘সিঁদুর’র পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকে। এমন পরিস্থিতিতে এশিয়া কাপ আয়োজন নিয়েও প্রশ্ন উঠেছিল।...