গাজার উদ্দেশে রওনা দিয়েছে তিউনিসিয়ার প্রথম ত্রাণবাহী জাহাজ। দেশটির রাজধানী তিউনিসের উত্তরের লা গুলেট বন্দর থেকে রোববার (১৪ সেপ্টেম্বর) এটি রওনা দেয়। গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে একত্রিত হওয়া ডজনখানেক আন্তর্জাতিক জাহাজের সঙ্গে এটি যোগ দেবে। খবর আনাদুলু এজেন্সি আয়োজকরা জানিয়েছেন, জাহাজটিতে পাঁচজন অধিকারকর্মী রয়েছেন। যার মধ্যে আছেন তিউনিসিয়ার চিত্রশিল্পী মোহম্মেদ আমিন হামজাউই। গ্লোবাল সমুদ ফ্লোটিলাতে যোগ দেওয়া তিউনেসিয়ার এটিই প্রথম জাহাজ। এই বহরে ২২টি বিদেশি জাহাজের সঙ্গে উত্তর আফ্রিকার থেকে আরও ২৩ জাহাজ যোগ দিয়েছে। গতকাল তিউনিসিয়ার বিজার্তে বন্দর থেকে স্পেনের তিন জাহাজ রওনা দেয়। এগুলোও ফ্লোটিলার সঙ্গে যুক্ত হবে। আয়োজনকারী সংস্থা জানিয়েছে, ৪৭টি দেশের অংশগ্রহণকারীদের নিয়ে প্রায় ৫০টি জাহাজ বর্তমানে তিউনিসিয়া বন্দরে জড়ো হয়েছে। এই নৌবহরে ইউরোপ, লাতিন আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারত এবং মালয়েশিয়ার সংসদ সদস্য, শিল্পী এবং...