এশিয়া কাপ ২০২৫-এর ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সাত উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। ম্যাচটি অনুষ্ঠিত হয় রোববার দুবাইয়ে। দেশের নানা স্থানে বয়কট ডাকের মধ্যেও ভারতীয় দল মাঠে নেমে মাত্র ১৫.৫ ওভারে ১২৮ রানের লক্ষ্যে পৌছে দারুণ জয় তুলে নেয়। যদিও ম্যাচের ফলাফল সকলের নজর কাড়লেও আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে ম্যাচ শেষে ঘটে যাওয়া এক ঘটনা। জয়ের পর ভারতের খেলোয়াড়রা সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক না করেই। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, পাকিস্তানি খেলোয়াড়রা হ্যান্ডশেকের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু ভারতীয় খেলোয়াড়রা দ্রুত ড্রেসিংরুমে চলে যান। এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। তিনি বলেন, আমি কিছু বলার মতো অবস্থায় নেই। এটা হতাশাজনক। ভারতের জন্য স্যালুট, কিন্তু ক্রিকেটকে রাজনৈতিকভাবে নিও না। আমরা এর...