১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৯ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৯ পিএম নির্বাচন কমিশন (সিইসি) কর্তৃক বাগেরহাট -৩ সংসদীয় আসন বিলুপ্ত করে বিভাজনের প্রতিবাদে বাগেরহাট জেলা জুড়ে পালিত হয়েছে সর্বাত্মক হরতাল ও অবরোধ। সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে স্বতঃস্ফূর্তভাবে সোমবার ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি পালন করা হয়। সকাল থেকে রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়ক ঘুরে দেখা যায়, অবরোধের সমর্থনে সড়ক ও নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। দোকান পাট খোলা থাকলেও বন্ধ ছিল ইপিজেড ও খেয়া পারাপার। বন্দরের পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। বাগেরহাট-৩ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের রামপালে, ফয়লাহাট, ভাগা, দিগরাজ সহ বেশ কয়েকটি পয়েন্টে শান্তিপূর্ণ ভাবে পালন করেছে সর্বদলীয় সর্বাত্মক হরতাল। হরতাল-অবরোধ সফল করতে ভোর থেকেই মহাসড়কে ছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ।...