এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তার সতীর্থ শিবম দুবে। কাশ্মীর হামলার প্রেক্ষাপটে এটা ছিল ভারতের দলীয় সিদ্ধান্ত। ম্যাচটিতে ভারত ৭ উইকেটের অনায়াস জয় পেয়েছে। এদিকে সূর্যকুমাররা হ্যান্ডশেক না করায় ম্যাচ রেফারির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে পাকিস্তান। ‘হিন্দুস্থান টাইমস’ জানিয়েছে, পাকিস্তানের টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফটের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন। হোয়াটস্অ্যাপ বার্তায় এই খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতীয় দলের আচরণ স্পোর্টসম্যানশিপের বিরুদ্ধে। ভারতের দলের আচরণের প্রতিবাদে সালমান আগা ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হননি।’ এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ‘এক্স’-এ লিখেছেন, ‘আজ (গতকাল) স্পোর্টসম্যানশিপের অভাব আমাকে হতাশ করেছে। খেলাযর মাঝে রাজনীতি টেনে আনা খেলাধুলার চেতনার বিরোধী।...