তবে প্রযুক্তিটি নিখুঁত নয়, এটি নানা ধরনের বাধার মুখে পড়ে। প্রতিযোগী ওয়্যারলেস সিগনাল, কঠিন বস্তু এমনকি খারাপ আবহাওয়াও ইন্টারনেট সংযোগে প্রভাব ফেলে। ওয়্যারলেস ইন্টারফিয়ারেন্স বুঝতে হলে আগে জানতে হবে যে স্যাটেলাইট, রেডিও বা সেল টাওয়ারের মতো প্রতিটি ট্রান্সমিটার আসলে আল্ট্রাসনিক তরঙ্গ প্রেরণ করে যা রিসিভারের অ্যান্টেনায় ধরা পড়ে। সবচেয়ে ভালো ফল পেতে হলে ট্রান্সমিটার আর রিসিভারের মধ্যে কোনো বাধা না থাকা জরুরি। এ কারণেই মোবাইল ফোন কোম্পানির টাওয়ারগুলো এত উঁচু হয়। কিন্তু বাস্তব পরিস্থিতি সবসময় অনুকূলে থাকে না। বাতাসে ধূলিকণা, গাছপালা কিংবা বাড়ির দেওয়ালের মতো জিনিস সিগনালকে দুর্বল করে দেয়। ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ এসব বস্তু ভেদ করতে পারে না, ফলে সিগনাল প্রতিফলিত হয়ে ভেঙে যায়। এর ফলেই গাড়ির রেডিওতে স্ট্যাটিক শব্দ শোনা যায় বা ইন্টারনেটে ডেটা লস হয়। ডেটা হারালে ট্রান্সমিটারকে...