বরিশালের মুলাদীতে কৃষক বাবুল ব্যাপারীকে কুপিয়ে হত্যার ঘটনায় ২৭ জনকে আসামি করে মামলা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে নিহতের বড়ভাই আব্দুল জলিল ব্যাপারী বাদী হয়ে মুলাদী থানায় মামলা করেন। এর আগে হত্যার ঘটনায় রোববার বেলা ১২টা দিকে মৃধারহাট এলাকা থেকে ৭ জনকে গ্রেফতার করে থানা পুলিশ। সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।আরও পড়ুনআরও পড়ুনলংগদুতে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও জানা যায়, গত ১২ সেপ্টেম্বর শুক্রবার বেলা ৩টার দিকে বাবুল ব্যাপারী (৬০) নামের কৃষককে কুপিয়ে হত্যা করা হয়। বাবুল ব্যাপারী উপজেলার মুলাদী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বজায়শুলী গ্রামের মৃত গহর আলী ব্যাপারীর ছেলে। জমি বিরোধের জেরধরে একই গ্রামের করিম মল্লিক ও তার লোকজন তাকে কুপিয়ে হত্যা করে বলে দাবি...