ভিকি জাহেদ মানেই সাসপেন্স, মিস্ট্রি বা থ্রিলারের জমজমাট আয়োজন, সঙ্গে যুক্তি আর ব্যাখ্যার নিখুঁত প্রক্ষেপণ। এবারও কি তাই হতে যাচ্ছে? চরকিতে আসছে ফ্ল্যাশ ফিকশন ‘অন্ধ বালক’। এখানে ভিকিকে দর্শকরা কীভাবে পাবেন? আগের মতো করে ভাবলে হয়তো হবে না। গল্পের ধরন আর নির্মাতার ব্যাখ্যায় তেমনটাই মনে হতে পারে দর্শকদের। ভিকি জানান, ‘অন্ধ বালক’ লেখা নাজিম–উদ–দৌলার। এ গল্পে প্রেম আছে, প্রেমের পরিণতিও আছে। কিন্তু সেই পরিণতিতে পৌঁছাতে অন্যরকম পথে হাঁটতে হয় চরিত্রদের। এখানে ভাগ্য, ভবিষ্যৎবাণীর মতো বিশ্বাস–অবিশ্বাসের দোলাচল রয়েছে। ভিকি বলেন, ‘‘ঢাকার বিভিন্ন লোকেশনে ‘অন্ধ বালক’–এর শুট হয়েছিলো। এখন এটা রিলিজ হতে যাচ্ছে। নাজিম–উদ–দৌলা ভাইয়ের গল্পটা বেশ ইন্টারেস্টিং। শর্টফিল্ম থেকেই আমার উত্থান। তাই স্বভাবতই চরকির ফ্ল্যাশ ফিকশন প্রজেক্টের প্রতি আগ্রহী হই। আমার বিশ্বাস দর্শক একটা ভিন্ন স্বাদের গল্প দেখতে পারবেন।’’ ‘অন্ধ বালক’...