ঢাকা: বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। ২০১৩ সালে জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়া প্রায় ৫ হাজার শিক্ষক জাতীয় প্রেসক্লাবের সামনে এ আন্দোলন চালাচ্ছেন। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে দেশের বিভিন্ন জায়গা থেকে হাজারখানেক শিক্ষকরা সেখানে জমায়েত হয়েছেন।আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি তৎকালীন সরকার সারা দেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। তখন সারা দেশে ৩০ হাজারের অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ রেখে ২৬ হাজার ১৯৩ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়।তারা বলেন, ২০১৬ সালের ২৮ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা থেকে উপসচিব গোপাল চন্দ্র দাস স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়। ওই চিঠিতে বলা হয়— ৩য় ধাপে জাতীয়করণযোগ্য বিদ্যালয়সমূহ...