১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ পিএম সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে এক নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। এরা হলেন সাতক্ষীরা সদরের গড়েরকান্দা এলাকার শামসুর রাহমানের স্ত্রী মোছাঃ আনজুম আরা, একই এলাকার আব্দুল হাকিমের ছেলে মোঃ আসিফ ও বাটকেখালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুর রহিম। এসময় ২৬ পিস ইয়াবা, ৭ টি চাকু, চাপাতি ৩ টা, নগদ ১ লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, মোবাইল ফোন ৫ টিসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেন যৌথ বাহিনীর সদস্যরা। সোমবার সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে নয়টার দিকে গড়েরকান্দা এলাকায় যৌথ বাহিনী অভিযান চালায়। এসময় মাদক সম্রাজ্ঞী নামে খ্যাত আনজুম আরাসহ তিনজনকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ। ওসি...