ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নার্গিস খাতুন (৫৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার বাসিন্দা। গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ৫ সেপ্টেম্বর রাত ২টার দিকে শরীরে ব্যথা ও অন্যান্য জটিলতা নিয়ে রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি হন নার্গিস। তিনি ছয়দিন ধরে জ্বরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই রোববার সকাল সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়। রামেক হাসপাতালের প্রতিবেদনে জানানো...