নেপালে শপথ নিলেন প্রধানমন্ত্রী সুহিলা কার্কি নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের তিন নবনিযুক্ত মন্ত্রী। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ভবন শীতলনিবাসে শপথ গ্রহণ করেন তারা। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল তাদেরকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান শীতলনিবাসের ধ্বংসস্তূপের সামনে একটি আনুষ্ঠানিক ছাউনি বসিয়ে সম্পন্ন হয়। নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমাণ্ডু পোস্ট এ খবর জানিয়েছে। সাবেক অর্থসচিব রামেশ্বর খনাল অর্থমন্ত্রী, নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক কুলমান ঘিসিং জ্বালানি, পানি সম্পদ ও সেচমন্ত্রী এবং খ্যাতিমান আইনজীবী ওম প্রকাশ আর্যাল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। ঘিসিং একইসঙ্গে ভৌত অবকাঠামো ও পরিবহণ মন্ত্রণালয় এবং নগর উন্নয়ন মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন। আর্যালকে আইন, বিচার ও সংসদীয় বিষয়ক দফতরের দায়িত্বও দেওয়া হয়েছে। এই সম্প্রসারণের ফলে সংসদীয় নির্বাচন ছয় মাসের মধ্যে আয়োজনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিসভায় এখন চারজন সদস্য রয়েছেন। প্রধানমন্ত্রী কার্কি বাকি মন্ত্রণালয়ের দায়িত্ব নিজেই...