মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের অর্নাস ৩ বর্ষের ছাত্রী জুলিয়া শারীরিক প্রতিবন্ধীতার কারণে জীবনে নানা সংকটের মুখোমুখি। তবে এবার তার শিক্ষাজীবন ও জীবনযাত্রা সহজ করতে পাশে দাঁড়িয়েছে যুবদল। মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানার সহযোগিতায় জুলিয়াকে স্থানীয় ডি হলিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি দেওয়া হয়েছে। সোমবার সকাল ১১টায় হরগঙ্গা কলেজের অধ্যক্ষের অফিসে জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা এবং ডি হলিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মো. আক্তার হোসেনকে চাকরির অনুমোদনপত্র তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, কলেজের সাবেক ভিপি সাহারিয়া এবং যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার বলেন, “যুবদল আজ অর্নাস ৩য় বর্ষের শিক্ষার্থী শারীরিক প্রতিবন্ধী জুলিয়াকে চাকরির ব্যবস্থা করেছে। আশা করি, ভবিষ্যতে তারা এমন মানবিক কাজের মাধ্যমে রাজনীতিতে এগিয়ে...