ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ, থানা ও বিভিন্ন স্থাপনায় হামলা-ভাঙচুর চালিয়েছে। এ সময় উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগও করা হয়। বর্তমানে বিক্ষোভকারীরা ভাঙ্গা গোল চত্বরসহ আশপাশের এলাকায় অবস্থান করছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে বিক্ষোভকারীদের মিছিল ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে গোলচত্বর এলাকায় পৌঁছায়। সেখানে তারা সাংবাদিকদের ভিডিও ও ছবি তুলতে বাধা দেন। আইনশৃঙ্খলা বাহিনী সড়ক থেকে বিক্ষোভকারীদের সরাতে চেষ্টা চালায়। তবে জনতার ধাওয়া খেয়ে পুলিশ সদস্যরা মডেল মসজিদে আশ্রয় নেন। এরপর বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলা করে ভাঙচুর চালায় এবং উপজেলা অফিসার্স ক্লাবে আগুন দেয়। আরো পড়ুন :সীমানা পূর্ণবহালের দাবিতে পাবনায় সকাল সন্ধ্যা হরতাল এ সময় ভাঙ্গার বিভিন্ন এলাকা থেকে জনস্রোত উপজেলা সদরের দিকে আসতে থাকে। কেউ হেঁটে, কেউ ভ্যান-নসিমন বা মোটরসাইকেলযোগে...