সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় একাডেমিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস. এম. মাসুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মুনিরুজ্জামান ভুঁইয়া এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক। অনুষ্ঠানে অতিথিরা বলেন, আলিম পর্যায়ের শিক্ষা শিক্ষার্থীদের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে। কেবল একাডেমিক জ্ঞানই নয়, নৈতিক...