রাজধানীর হাজারীবাগে মোছা. সিনথিয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর থেকে সিনথিয়া আক্তারের স্বামী ইব্রাহিম চৌধুরী পলাতক বলে জানা গেছে। নিহতের ভাই মো. রুবেল জানান, তারা সকালে খবর পান সিনথিয়া খুব অসুস্থ। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরে তারা ঢামেকের জরুরি বিভাগে এসে দেখেন সিনথিয়া মারা গেছেন। তিনি আরও জানান, ১৪ মাস আগে ইব্রাহিম চৌধুরীর সঙ্গে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সিনথিয়াকে নির্যাতন করে আসছেন তার স্বামী। গতকাল তার বুকে পিস্তল ঠেকিয়ে তাকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে বলেন ইব্রাহিম চৌধুরী।...