পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী সারা উমায়ের তার পরিচালক স্বামী মোহসিন তালাত থেকে বিবাহবিচ্ছেদের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। দীর্ঘ মাসের জল্পনা-কল্পনার পর তিনি প্রথমবার এটি প্রকাশ্যে বলেন। সারা উমায়ের সম্প্রতি একটি প্রাইভেট টিভি চ্যানেলের রিয়েলিটি শো ‘তামাশা’-তে অংশগ্রহণের সময় এই সংবাদটি জানিয়েছেন। তিনি জানান, তার বিবাহবিচ্ছেদ শোতে অংশ নেওয়ার কয়েক মাস আগে ঘটেছে। ২০০৮ সালে পিটিভিতে তার ডেবিউ হওয়া সারা উমায়ে পরবর্তী সময়ে জনপ্রিয় নাটকে নানা চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি অর্জন করেন। এছাড়াও, তিনি রিয়েলিটি শো ‘ডেসি কড়িয়ান’ জেতার পর বিশেষ খ্যাতি পান। ২০১৪ সালে সারা উমায়ে বিয়ের পর বিনোদন জগত থেকে কিছু সময়ের জন্য বিরতি নেন এবং ব্যক্তিগত জীবনের দিকে মনোযোগ দেন।আরও পড়ুনআরও পড়ুনডুয়া লিপার গায়ে পাকিস্তানের জার্সি, সামাজিক মাধ্যমে তুমুল হইচই তিনি বলেন, ‘আমি মনে করি সবাইকে জানানো...