১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ পিএম ২০২৪ সালের জুলাই-আগস্টে কুষ্টিয়ায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর সংঘটিত হামলা ও হত্যাকান্ড নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সম্প্রতি চাঞ্চল্যকর তদন্ত রিপোর্ট দাখিল করেছে। এই হত্যাকান্ডের প্রধান অভিযুক্ত সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ পাঁচ জনের বিরুদ্ধে সরাসরি মানবতা বিরোধী অপরাধ ও হত্যার অভিযোগ উত্থাপন করেছে সংস্থা। তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরে ছাত্র ও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংগঠিত গুলিবর্ষণ ও হামলায় মোট সাতজন নিহত হয়। পুলিশ, স্থানীয় রাজনৈতিক কর্মী ও সরকারি নির্দেশনায় এই হামলা পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে বলে ট্রাইব্যুনালের প্রতিবেদনে উল্লেখ আছে। নিহতদের মধ্যে রয়েছেন: আব্দুল্লাহ, ইউসুফ, ওসামা, বাবলু ফারাজী, সুরুজ আলী, আশরাফুল ইসলাম ও মাহিম হোসেন। এরপর...